ডুয়ার্সের ” চিলাপাতা ফরেস্ট ” (অফবিট গন্তব্য) :-
            চিলাপাতা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডুয়ার্সের একটি ফরেস্ট। তোর্সা নদী চিলাপাতা ফরেস্ট এবং জলদাপাড়া জাতীয় উদ্যানটিকে দুইদিকে আলাদা করে দিয়েছে। এর আকর্ষণ হলো – বন এবং এর বন্যজীবন। জীপে  ফরেস্ট সাফারী করে বনের অভ্যন্তরে পৌঁছে বনজঙ্গলের পাশাপাশি ভারতীয় বাইসন, এলিফ্যান্ট, গন্ডার, এবং বিভিন্ন ধরনের হরিণ দর্শন করা যাবে। জলদাপাড়া মাত্র 15 কিমির মধ্যে, এর নিকটবর্তী পর্যটন কেন্দ্র।  এছাড়া 30 কিমির মধ্যে রয়েছে ডুয়ার্সের বৃহত্তম বন বক্সা টাইগার রিজার্ভ ।চিলাপাতা বক্সা ও জলদাপাড়া দুটো বনের মধ্যে অবস্থিত হওয়ায় এগুলি ভ্রমণ এবং দর্শন করা যাবে। আবার বনদর্শন ছাড়া 22 কিমির মধ্যে ভূটানের প্রবেশদ্বার ফুলসেলিং (ফুয়েনশোলিং) ভ্রমণ করা যাবে। এই গন্তব্যটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিখ্যাত নল রাজার গড়টি গুপ্ত যুগের নল রাজাদের একটি দূর্গ। চিলাপাতা ফরেস্টে এখন এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে। কয়েক বছর যাবত এখানে বেশকিছু ছোটবড় রিসোর্ট গড়ে ওঠায় পর্যটন শিল্পে সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *