ডুয়ার্সের ” জলদাপাড়া ন্যাশনাল পার্ক ”(অফবিট গন্তব্য) :-
জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা জলদাপাড়া জাতীয় উদ্যানটি পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত ।প্রায় 61 মিটার উচ্চতায়, তোর্সা নদীর তীরে অবস্থিত এই গন্তব্যটি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত। 216.51 বর্গ কিমি বা 83.59 বর্গমাইল জুড়ে বিস্তৃত এই গন্তব্যটি 1941 সালে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীজগৎ সংরক্ষণের জন্য( যেমন একশৃঙ্গ গন্ডার) প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2012 সালে এটি একটি অভয়ারন্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে এখানে সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী যেমন – ভারতীয় এক শৃঙ্গ গন্ডারের প্রাচুর্য রয়েছে, যা বিলুপ্তির ঝুঁকিপূর্ণ একটি প্রাণী। নিকটবর্তী চিলাপাতা বন, জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভের মাঝামাঝি একটি হাতি করিডোরের নিকটে গোরুমারা জাতীয় উদ্যান, যেটি ভারতীয় বহুসংখ্যক গন্ডার সংরক্ষণের জন্য পরিচিত। 1800 সালের আগে টোটো উপজাতি এবং মেচ উপজাতি এই অঞ্চলে থাকত। তাই অঞ্চলটি টোটোপাড়া নামে পরিচিত ছিল। বনটি মূলত লম্বা হাতির ঘাসে আবৃত ।এর আকর্ষণ হলো -একশৃঙ্গ গন্ডার, ভারতীয় চিতাবাঘ, হাতি, সমার, বিভিন্ন ধরনের হরিণ, বন্য শূকর, এবং গৌড় প্রভৃতি। এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যেমন – ক্রেস্টড ঈগল, ফিশ ঈগল,শিকরা,ফিনের তাঁতী ,জঙ্গল পাখি, ময়ূর হর্নবিল প্রভৃতি আরো অনেক রকম বন্য প্রাণী এবং পাইথনস্, টিকটিকি, ক্রেটস কোবরা, গেকোস, আট প্রজাতির কচ্ছপ প্রভৃতি। এখানে টুরিস্ট লজ্ বা বাংলো পাওয়া যাবে থাকার জন্য, যেমন – হলং বাংলো। এখানে হাতি সাফারী করা যাবে।