ডুয়ার্সের ” গোরুমারা ফরেস্ট ” (অফবিট ডেস্টিনেশান) :-
      শিলিগুড়ি থেকে প্রায় 68 কিমি দূরত্বে ,হিমালয়ের পাদদেশে অবস্থিত জলপাইগুড়ি জেলার তরাই অঞ্চলের একটি জাতীয় উদ্যান গোরুমারা ন্যাশনাল পার্ক, যা 2009 সালে পরিবেশ ও বন মন্ত্রক দ্বারা ভারতের সেরা সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে ।এই গোরুমারা জাতীয় উদ্যানটি মূলত বহুসংখ্যক গন্ডারের বাসস্থানের জন্য পরিচিত। মূর্তি ও রায়ডাক নদীর বন্যা সমভূমিতে অবস্থিত এই গন্তব্যটির জাতীয় উদ্যানের দিকে যাওয়ার রাস্তাগুলো চা বাগানের ঘূর্নায়মান চারণভূমিতে আঁকা। গোরুমারার মোহনীয় উডল্যান্ডের দিকে ভ্রমণ এবং তিস্তার গর্জন মুখরিত প্রাচীন করোনেশন ব্রিজটি অতিক্রম করার সময় উঁচু পাহাড়ের মধ্য দিয়ে গোরুমারা জাতীয় উদ্যানে ভ্রমণ একটি অবিস্মরনীয় অভিজ্ঞতা। এই গন্তব্যটির আকর্ষণ হলো – ঘন জঙ্গলের মধ্য দিয়ে জঙ্গল সাফারী এবং কিছু দুর্লভ বন্য প্রাণীদের দেখার সুযোগ পাওয়া,  গোরুমারা জাতীয় উদ্যানের দিকে ভ্রমণকালে পর্যটকদের উপভোগ্য হয়ে উঠবে বিচিত্র রকমের পাখিদের আনাগোনা ,যেমন – টিলস্, ইবিস, স্টর্ক, করপোরেন্ট ডার্টার, এগারেটস্ প্রভৃতি আরো অনেক পাখি, যা দেখে পর্যটকদের কাছে পাখিদের বিচরণের স্বর্গরাজ্য বলে ও মনে হবে। এখানে থাকার জন্য গোরুমারা বন বাংলো পাওয়া যাবে ।এই বনবাংলো থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত যাত্রাপ্রসাদ প্রহরীটির একটি মহিলা হাতির নামকরণ করা হয়েছে।  এই যাত্রাপ্রসাদ প্রহরী নামক ওয়াচ্ টাওয়ারটি থেকে নিকটবর্তী লবনের গর্তে আকর্ষিত রাইনো এবং বাইসনের মত বন্য প্রাণীদের দেখার সুযোগ মিলবে।নভেম্বর থেকে মার্চ এই গোরুমারার উজ্জ্বল বনকে উপভোগ করার এবং অন্বেষণ করার সবচেয়ে ভালো সিজেনটাইম।

ReplyForward

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *