ডুয়ার্সের ” ওদলাবাড়ী ”(অদ্ভুত গন্তব্য) :-
      শিলিগুড়ি এনজেপি থেকে গাজলডোবা হয়ে মাত্র 38 কিমি দূরে, ডুয়ার্সের পশ্চিমের অংশে ওদলাবাড়ী গন্তব্যটি অবস্থিত। এটি হিমালয়ের পাদদেশ থেকে 4 কিমির মধ্যে লিস্ এবং চিল নদীর মাঝখানে অবস্থিত একটি লুক্কায়িত প্রাকৃতিক সৌন্দর্য্যের গন্তব্য। এর 12 কিমির মধ্যে রয়েছে পাথরঝোড়া টি ইস্টেট, যেখানে তিনটি পাহাড়ী নদীর মিলিত ধারায় চিল নদীটি বয়ে গেছে। এর কাছাকাছি রয়েছে কিছু প্রমোদভ্রমণ।যেমন -কাঠামবাড়ী ফরেস্ট ভ্রমণ ,বৈকুন্ঠপুর ফরেস্ট ভ্রমণ এবং এই ফরেস্টে ভগবান শ্রীকৃষ্ণ ও তার সহধর্মিণী রুক্মিনীর লুকোচুরি খেলার স্থান ছিল, এইজন্য এর কাছাকাছি শিলিগুড়ি শহরে ভগবান কৃষ্ণের ইস্কন মন্দির গড়ে উঠেছে।ওদলাবাড়ীর বিচিত্রময় ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য্য ও পরিবেশে ভ্রমণ এবং বন্য প্রাণীদের চিহ্ন পরিলক্ষন পর্যটকদের অপরিমেয় শান্তি প্রদান করে। অল টাইম সিজেনটাইম।

AkkCrusier

One Reply to “Dooars Offbeat Odlabari”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *