দার্জিলিং এর ” রিম্বিক ”(অফবিট ডেস্টিনেশান) :-
       রিম্বিক দার্জিলিং জেলার সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এলাকার একটি ছোট্ট শহর, যেটি ট্র্যাকারদের সান্দাকফু সহ সিঙ্গালীলা জাতীয় উদ্যানে ভ্রমণকারীদের কেন্দ্রস্থল। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এবং সান্দাকফু হল বিখ্যাত এবং ব্যস্ততম রুট এবং ভারতের পূর্বাঞ্চলের অন্যতম সেরা ট্রেক। এই গন্তব্যটি সিকিম থেকে বাংলায় প্রবাহমান রামমম নদীর তীরবর্তী একটি পাহাড়ে অবস্থিত। এটি পশ্চিম দিকের সর্বশেষ প্রধান শহর এবং লেপাল ও সিকিম বর্ডারের নিকটবর্তী। নিকটবর্তী গ্রামগুলো তাদের দরকারী জিনিসপত্রের জন্য এই শহরটির উপর নির্ভরশীল। এখানে দুটি ট্রেক রু়ট রয়েছে সান্দাকফুর দিকে , একটি বাইকভাজন থেকে রিম্বিকের দিকে আসা সরাসরি বনাঞ্চলের ট্রেল এবং আরেকটি গুরুদং ও শ্রীখোলা হয়ে রিম্বিক পৌঁছে সান্দাকফুর দিকে, যা মাত্র 3 কিমি দূরত্বের। দ্বিতীয় ট্রেকটি বেশীরভাগ ট্রেকারদের পছন্দ । এখানে কাঞ্চনজঙঘা পর্বতমালারও দর্শন করা যাবে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক এবং ধীরধাম মন্দির এখানে সর্বাধিক দর্শনীয় স্হান। শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 120 কিমি এবং দার্জিলিং থেকে প্রায় 66 কিমি। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সাথে মার্চ থেকে নভেম্বর মধ্যে বসন্ত থেকে শীতকালীন ভ্রমণের সেরা সময়।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *