সিকিমের ” কিতম্ বার্ড সেঞ্চুরি ”(অফবিট গন্তব্য) :-
প্রায় 1,200 থেকে 3,000 ফিট উচ্চতায় অবস্থিত, সিকিমের এই গন্তব্যটি পাখি প্রহরী এবং প্রকৃতি কৌতূহলী ব্যক্তিদের কাছে সম্পূর্ণভাবে স্বর্গসুখ । শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 112 কিমি। এর চারপাশে শুধু মোটা কাষ্ঠলযুক্ত শাল -চির- পাইন বৃক্ষের বনাঞ্চল। এই অভয়ারন্যে 200 প্রজাতির ও বেশী পাখিদের এবং স্পন্দনশীল প্রজাপতির বাসস্থান। ধিকিধিকি রঙ্গিত নদীর পাশে অবস্থিত এই অভয়ারন্য প্রকৃত পক্ষীপ্রেমীদের কাছে একটি আদর্শ হলিডে ডেস্টিনেশান। সিকিমের শুম্বক এবং কিতম্ নামক দুটি গ্রামের মধ্যবর্তী এই অভয়ারন্য অগণিত হিমালয়ান পাখি ,স্পন্দনশীল রঙীন প্রজাপতি, ঘন কাষ্ঠলযুক্ত বৃক্ষের বনাঞ্চল, রঙ্গিত নদী, মানপুর নদীর জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিতম্ গ্রামে 200 বছরের প্রাচীন চিরাচরিত কর্দমাক্ত এবং বাঁশের দ্বারা নির্মিত কুঁড়েঘর রয়েছে। এই গ্রামটিতে গ্রাম্যজিনিসপত্র নিয়ে সাপ্তাহিক হাট বসে। এই অভয়ারন্যের সবচেয়ে উচ্চতম স্থান টামবল স্বর। যার চারপাশে বনাঞ্চলের পাশাপাশি পর্বতশৃঙ্গের প্যানরোমিক দৃশ্য পরিলক্ষিত হয়। এটির কাছেই রয়েছে সুমবুক ফলস্ এবং প্রস্ফুটিত টকটকে লাল ফুলের দ্বারা শোভিত গ্ল্যাডিওল ফার্মগুলো। এই অভয়ারন্যে অনেকগুলো ওয়াচ্ টাওয়ার তৈরি করা হয়েছে। সেখানে ভোর 5.30 থেকেই আপনি পাখিদের পর্যবেক্ষণ করতে পারবেন। গোটা অভয়ারন্য ভ্রমণ করতে 4 ঘন্টার মতো সময় লাগবে। এবং তা গিয়ে শেষ হবে মানপুর নদীতীরে ।নদীতীরে পায়চারির সময় দেখা মিলবে উড্ডীয়মান শত শত রঙিন প্রজাপতির । অভয়ারন্যের কাছাকাছি রয়েছে নামচি, গেজিং, রাবাংলা, টেমি টি-গার্ডেন, সোফোলোক চারধাম প্রভৃতি। পাখিদের বিচরণের ক্ষেত্রগুলিতে ভ্রমণকালে দেখা যাবে -চেস্টনাট ব্রেস্টড পার্টিজ, সাদা শকুন পাখি, সরু বিল শকুন, ওয়ার্ড ট্রাগন, মলত্যাগকারী শিংবিল, সরু বিল্ড ব্যাডাব্লার, সাদা নগ্ন ইউহিনা প্রভৃতি আরো অনেক পাখি। আধুনিক এবং বিলাসবহুল সবরকম সুবিধাপ্রাপ্ত হোমস্টে রয়েছে এখানে। মে থেকে অক্টোবর পর্যন্ত এখানে সবচেয়ে ভালো সিজেনটাইম।
I’m interested
PLS SIR CALL ME 9733311678 OR SEND YOUR CELL NO