সিকিমের ” তাশিডিং বা টাশিডিং ” (অফবিট গন্তব্য) :-
পেলিং এর সংলগ্ন পর্বতের উপরিভাগে অবস্থিত খুবই ছোট একটি অফবিট ডেস্টিনেশান তাশিডিং। এর অর্থ ডিভোটেড সেন্ট্রাল গ্লোরি বা নিবেদিত কেন্দ্রীয় গৌরব। প্রায় 250 মিটার উচ্চতায় অবস্থিত তাশিডিং বিখ্যাত 1641 খ্রিস্ট অব্দের মধ্যে প্রতিষ্ঠিত তার তাশিডিং মনেস্ট্রির জন্য। অগনিত উপাসকমন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মনেস্ট্রির বার্ষিক বুমচু উৎসবে অংশগ্রহণ করেন। তাশিডিং গ্রামটি বুদ্ধিজম্ এর অনুগামী হিসেবে পরিচিত। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো – পাহাড়ের উপরে অবস্থিত, রাথং এবং রঙ্গীত নদীর নিকটে অবস্থিত শতবর্ষ পুরোনো তাশিডিং মনেস্ট্রি বা বিহার। যেখানে ভক্তদের সবরকম সমস্যার থেকে সমাধান বা মুক্তি লাভ হয় বলে উপকথায় প্রচলিত। মার্কেট থেকে মনেস্ট্রির দিকে বিভিন্ন প্রার্থনা চক্র শুরু হয়ে যায়। বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত 41 টি মূর্তি বা কোর্টেনস যেমন – মর্যাদাবোধের ছোঁয়া ,দুর্দান্ত অলৌকিক কাজকর্ম, পূনর্মিলনের ছোঁয়া প্রভৃতি।
