সিকিমের ” টিংচিম ” (অফবিট ডেস্টিনেশান) :-
             শিলিগুড়ি শহর থেকে প্রায় 127 কিমি দূরত্বে, উত্তর সিকিমের টিংচিম নামক সচিত্র গ্রামটি প্রায় 3,150 ফিট উচ্চতায় অবস্থিত। ঘন কাষ্ঠলযুক্ত বৃক্ষের অরন্য, প্রাচীন মনেস্ট্রি, একটি নির্মল হ্রদ দ্বারা বেষ্টিত টিংচিম গ্রামটি  নিঃসন্দেহে পর্যটকদের কাছে একটি স্বর্গক্ষেত্র। লেপচা ভাষায় এর অর্থ বাঁশের কল। এই গন্তব্যটির অরন্যে উদ্ভিদকূল এবং প্রাণীকূলের সহাবস্থানের প্রাচুর্য রয়েছে। ঝলমলে তিস্তা নদী এবং উপত্যকার সৌন্দর্যময় দৃশ্য দ্বারা অলংকৃত টিংচিম গন্তব্যটি প্রমাণ করেছে একটি আদর্শ হলিডে ডেস্টিনেশান হিসেবে। এখানকার আকর্ষণ হলো – চারপাশে সবুজে সবুজ দ্বারা ঘেরাও নির্মল টিংচিম লেক, শতবর্ষ পুরোনো মানি লখং  মনেস্ট্রি, অগনিত হিমালয়ান পাখিদের ক্ষেত্র এবং প্রজাপতির রাজত্ব ,আঁকাবাঁকা তিস্তা নদীর গতিপথ, পর্বতশৃঙ্গ এবং ভ্যালীর প্যানরোমিক দৃশ্য, কাছাকাছি সাইটসিন ফেনাং মঠ, বাটারফ্লাই পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ফোডং মনেস্ট্রি প্রভৃতি ভ্রমণ করা যাবে। এছাড়া লেপচা হট স্টোন হার্বাল বাথ দেহআত্মাকে আরাম ও স্বস্তি দেবে। পর্যটকরা মনেস্ট্রিতে ভ্রমণ করে পর্যায়ক্রমিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকবেন ।ভ্রমণকারীরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথমদিকে মনেস্ট্রিতে ভ্রমণ করলে বুমকার পূজা এবং মনেস্ট্রির বার্ষিক প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন। ঐতিহ্যবাহী গতানুগতিক লেপচা হোমস্টেতে আরামদায়ক এবং আধুনিক সবরকম সুবিধা রয়েছে, যেখানে রাত্রি যাপন করা যাবে। অল টাইম এখানকার চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *