সিকিমের ” টেমি টি-গার্ডেন ” (অফবিট গন্তব্য) :-
       টেমি টি-গার্ডেন সমগ্র সিকিমের একটি গুরুত্বপূর্ণ বিশিষ্ট টি ইস্টেট। দক্ষিণ সিকিমের এই গন্তব্যটি প্রায় 453 একর ভূমি জুড়ে বিস্তৃত। 1969 সালে সিকিম গভনমেন্ট দ্বারা এর প্রতিষ্ঠা হয়েছিল।মহনীয় কাঞ্চনজঙঘা পর্বতমালার পটভূমিতে প্রতিষ্ঠিত এই গার্ডেনটি উৎকৃষ্টমানের চা পাতা উৎপাদনের জন্য আন্তর্জাতিক মার্কেটে খুব প্রভাব বিস্তার করেছে। এই ইস্টেট টির সংলগ্ন টুইস্টিং রাস্তাগুলো এবং চা উত্তোলনকারীদের রঙিন বেশভূষা নিয়ে চা পাতা তোলার দৃশ্য যেন পর্যটকদের কাছে একটি সচিত্র প্রদর্শনী ।যা পর্যটকদের ক্যামেরায় জীবন্ত হয়ে থাকবে। এই টেমি টি-গার্ডেন গড়ে ওঠার অনেক আগে, ব্রিটিশ আমলের সময় এই ভূমিটি ছিল একটি শেরপা গ্রাম। তখন এখানের প্রায় 10 একর ভূমি জুড়ে মিশনারী বিল্ডিংয়ের চারপাশে ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারীগুলো ছিল ।যেগুলো ছিল ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিস এবং বাসস্থানের জায়গা। এই স্কটিশ মিশনারী বিল্ডিংগুলো ব্রিটিশদের দ্বারা নির্মিত কিন্তু পরে 1954 সালে সিকিম গভনমেন্টের দ্বারা অর্জিত হয়েছিল।এই গার্ডেনের চা পাতার ফ্লেভার চমৎকার এবং পৃথিবীখ্যাত। টেমি টি-গার্ডেন শুধুমাত্র একটি ইস্টেট নয়, ইহা হয়ে উঠেছে পর্যাপ্ত পর্যটকদের আকর্ষণের গন্তব্য।  একদিক থেকে টি গার্ডেনটি কার্ডামম এবং চেরী বৃক্ষ দ্বারা পরিপূর্ণ, তার উপর বাগানের মধ্যে রয়েছে বিচিত্র ধরনের পাখিদের এবং প্রজাপতির প্রাচুর্য ।এখানে কাছাকাছি অনেকগুলো গ্রাম রয়েছে।  সেগুলো হল – নারসিং গ্রাম, বোরং গ্রাম এবং কেওজিং গ্রাম প্রভৃতি। এছাড়া এই গন্তব্যটির  চা বাগানের সৌন্দর্যের পাশাপাশি  একটি বড়ো আকর্ষণ  কাছাকাছি প্রায় 20 কিমির মধ্যে রাবাংলা, যেখানকার বুদ্ধ পার্ক এবং রাবাংলা গুম্ফা প্রভৃতি উল্লেখযোগ্য। এখানে থেকে 7,200 উচ্চতায় অবস্থিত পেলিং ও ভ্রমণ করা যাবে। ভ্রমণকারীরা চারপাশের বিস্তৃত সবুজ চা বাগানের মধ্য দিয়ে পায়চারি করে চা পাতা উত্তোলন এবং চা তৈরীর প্রক্রিয়াকরন অবলোকন করতে পারবেন। আবার অভিযানমূলক ভ্রমণ  টেনডং হিল, টেডং স্টেট বায়োডাইভারসিটি বা জীববৈচিত্র্য পার্ক, মিনাম বা মৈনাম হিল, মিনাম ওয়াইল্ড সেঞ্চুরি ভ্রমণ করতে পারবেন।  এখানকার ব্রিটিশ যুগের থেকে একটি হ্যারিটেজ ডাক বাংলো এবং টেমি হোমস্টে রয়েছে থাকার জন্য। শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 115 কিমি ।এনজেপি রেলস্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি নামচি, তারপর নামচি হয়ে সরাসরি টেমি টি-গার্ডেনে পৌঁছানো যাবে কোন প্রবেশ খরচ ছাড়াই। এই গন্তব্যটির কাছাকাছি প্রধান শহর নামচি। এখানে অল টাইম সিজেনটাইম কিন্তু মার্চ থেকে মে সবচাইতে ভালো কারন তখন অর্কিড এবং রডোডেনড্রনের দ্বারা পুরো গন্তব্যটি অলংকৃত হবে এবং এর আবহাওয়াও থাকে তখন খুবই মনোরম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *