সিকিমের ” খালিজ ভ্যালী ” (অফবিট গন্তব্য) :-
        খালিজ ভ্যালী পশ্চিম সিকিমের একটি উপত্যকাময় গ্রাম, যেটি প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতি উদ্যমশীল ব্যক্তিদের ,অভিযানমূলক অন্বেষকদের এবং পাখিপ্রেমীদের কাছে সত্যিকারের স্বর্গরাজ্য ,যেখানে প্রকৃতি আপনাকে দেবে নিত্যনৈমিত্তিক একঘেয়েমি জীবন থেকে সতেজতা এবং স্বস্তি ।এর দূরত্ব শিলিগুড়ি এনজেপি থেকে প্রায় 140 কিমি। এই ভ্যালীর একটি বড় আকর্ষণীয় স্হান -যুমা (ইউমা) সম্যো মঙ্গিম মন্দির, যার সামনে থাকা বিরাটাকার পাথরের উপর বসে ভক্তদের ভক্তিরসে প্লাবিত করা হয়। এই মন্দিরটির 13 কিমির মধ্যে রয়েছে ভগবান শিবের ভক্তদের জন্য নির্মিত বহু প্রাচীন কেলাসপতি  গুহামন্দির। এর ঠিক পাশেই বার্মিয়ক বাজারের কাছে রয়েছে ভগবান শিবের এলাই বা ওলেই গুফা। এখানকার কিছু আকর্ষণীয় প্রমোদভ্রমণ উল্লেখযোগ্য – এই উপত্যকাময় গ্রাম পরিভ্রমণ করে গ্রামবাসীদের জীবনযাত্রা এবং সভ্যতা-সংস্কৃতি সম্পর্কে অবগত হওয়া ,বার্সে বা ভার্সের চিরসবুজ গুল্মের অভয়ারন্যের মধ্য দিয়ে ভ্রমণ এবং খোলা আকাশে বিচরনরত হিমালয়ান পাখিদের বৈচিত্র্য, বাগানে প্রস্ফুটিত রংবেরংয়ের বাহারী পুষ্পের সৌরভ অর্জন প্রভৃতি। প্বার্শবর্তী বিশালাকার মাউন্ট কাঞ্চনজঙঘার উত্তেজনাপূর্ণ দৃশ্য এবং কাছাকাছি ছায়াতাল -এ পৌঁছে হ্রদের মধ্যে নৌকা চালানোর আনন্দ পাওয়া। এখানে আসার জন্য সবচাইতে ভালো সময় হলো -অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং মার্চ থেকে এপ্রিল।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *