কালিম্পং এর ” সাংসার ” (অদ্ভুত গন্তব্য) :-
           প্রায় 4,000 ফিট উচ্চতায়, কালিম্পং শহর থেকে 9 কিমির মধ্যে, পশ্চাদে মহতী হিমালয়ান পর্বতমালা দ্বারা আবৃত এই গন্তব্যটির প্রকৃতি যেন গাঢ় সবুজ রং গায়ে মেখে নিয়েছে। মাউন্ট কাঞ্চনজঙঘার উত্তেজনাময় দৃশ্য এবং সাংসারের ভূমিতে গড়ে ওঠা ফ্লোরার সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য্য ও মাধুর্য্য পর্যটকদের মন কেড়ে নিয়েছে।শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 80 কিমি। এই গন্তব্যটির আকর্ষণ হলো -এর অল্প নীচ দিয়েই রয়েছে স্রোতস্বিনী তিস্তা নদীর মনোমুগ্ধকর রূপদর্শন এবং পাশেই  বরফাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘা, গ্রামের সর্বত্র বিশুদ্ধ সবুজের শুভ্রতা, পাশাপাশি হিমালয়ান পাখিদের বৈচিত্র্য, গ্রামবাসীদের দৈনিক কর্মকুশলতার চাঞ্চল্য এবং বৈচিত্র্য, দিগন্তপ্রসারী উন্মুক্ত মাঠে গ্রাম্য শিশুদের খেলার ছড়াছড়ি, কাছাকাছি চঙ্গি বা চাঙ্গে ওয়াটার পার্ক, হনুমান মন্দির, ডেলো পার্ক, শ্রী শ্রী বিদ্বেশ্বর শিব মন্দির প্রভৃতি পরিভ্রমণ -সবকিছু মিলিয়ে প্রকৃতির কোলে এক স্বতন্ত্র জীবনের আস্বাদ পাওয়া। এখানে এসে আপনাকে শুধুমাত্র হোমস্টেতেই থাকতে হবে, কিন্তু সেটা অবশ্যই পর্যটকদের চাহিদা মাথায় রেখে নির্মিত হয়েছে। মনশুন ছাড়া সবসময় এখানকার চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *