দার্জিলিং এর ” জোড়পুখরী বা জোড়পোখরী ”(অদ্ভূত গন্তব্য) :-                      দার্জিলিং থেকে 19 কিমি দূরে, প্রায় 7,400 ফিট উচ্চতায় ,লেপচাজগতের কাছে পর্বতমালার ঠিক উপরে অবস্থিত জোড়পুখরী । শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 76 কিমি। সুখিয়াপোখরির 2 কিমি উপরে রয়েছে জোড়পোখরী। এই 2 কিমির মধ্যে জুনিপার এবং পাইন বৃক্ষের শ্যামল মোটা কাঠের বনভূমি রয়েছে ,যা সেঞ্চল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটি অংশ। জোড়পুখরীর অর্থ যমজ পুকুর বা যমজ হ্রদ। হ্রদের পাড়গুলো জমাটভাবে বাঁধানো এবং আসন দ্বারা সুসজ্জিত। হ্রদের জলে সাদা রাজহাঁসদের সাঁতার কাটতে দেখা যাবে। হ্রদের মাঝখানে একটি বিশালাকার সর্পের মডেলকে একটি ফোয়ারা দিয়ে খোদাই করা আছে। হ্রদের উত্তরদিক থেকে বরফাবৃত হিমালয় এবং মাউন্ট কাঞ্চনজঙঘার  মনোমুগ্ধকর দর্শন মনকে প্রভাবিত করবে। এখানে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে। বর্ষাকালে  সরীসৃপতূল্য উভচর প্রাণীদের খুব প্রাচুর্য্য দেখা যায়। এছাড়া এখানে জঙ্গল ভ্রমণ করা যাবে। অল টাইম সিজেনটাইম হলেও অক্টোবর থেকে মার্চ ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *