সিকিমের ” ছায়াতাল ”(অফবিট ডেস্টিনেশান ):- শিলিগুড়ি এনজেপি থেকে 140 কিমি দূরে অবস্থিত, পশ্চিম সিকিমের একটি ছোট্ট গ্রাম ছায়াতাল অফবিট গন্তব্য হিসেবে সম্প্রতিই জনপ্রিয় হয়ে উঠেছে। চারদিকে ছড়িয়ে থাকা নামীদামী বৃক্ষের বনাঞ্চল ,পর্বতশৃঙ্গের বরফালংকৃত রূপ এবং গ্রাম্য পরিবেশের নিজস্ব বৈচিত্র্য ও সৌন্দর্য্য নিয়ে অপেক্ষারত ছায়াতাল গ্রামটি এখনও অনেকের কাছে অজানা ও অধরা হয়ে রয়েছে। এখানকার ওয়াটারফল,মনেস্টিস ,ডেনস্ ফরেস্ট, রডোডেনড্রন ফরেস্ট, রেড পান্ডাস্, ওয়াটার পার্ক, বিচিত্র ধরনের হিমালয়ান পাখি -পর্যটন শিল্পকে নতুন রূপ দিয়েছে। এখানকার ট্রেকিং হল গাড়িতে চেপে ছায়াতাল থেকে ওখরে, তারপর রেড পান্ডা গেট থেকে বার্সে -রডোডেনড্রন -সেঞ্চুরির সবুজের সমারোহ। এখানকার হোমস্টেতে আরামদায়ক এবং বিলাসবহুল সবরকম ব্যবস্থা রয়েছে।অল টাইম সিজেনটাইম হলেও বসন্তকাল (মার্চ থেকে মে) সবচেয়ে ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *