ডুয়ার্সের ”ফাগু টি ইস্টেট ” (অফবিট ডেস্টিনেশান) :-শিলিগুড়ি এনজেপি থেকে 75 কিমি দূরে, মালবাজার থেকে প্রায় 20 কিমি দূরত্বে ,ডুয়ার্সে আপার এবং লোয়ার ফাগু টি ইস্টেট নামক দুটি চা অধ্যুষিত পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ব্রিটিশ আমলের এই চা বাগান এবং বাংলো পর্যটকদের কাছে সবচাইতে বড় আকর্ষণ। চা বাগানের চারপাশে রয়েছে ফরেস্ট এবং ফুলের বাগানের আতিশয্য। এখানে থেকে কাছাকাছি গরুমারা ন্যাশনাল পার্ক, কালিম্পং , সুনতোলেখোলা, লাভা, রিসপ্, ডেলো হিল ক্যাকটাস নার্সারী, ডঃ গ্রাহামস্ হোম, করোনেশন ব্রিজ,বুদ্ধ মনেস্টি, বিচিত্র পাখীর সমাবেশ দেখতে পাবেন। চা বাগান থেকে শুরু করে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে চায়ের প্যাকেটিং -এখানে উপভোগ করতে পারবেন। এটি একটি নদী তীরবর্তী পিকনিক স্পট হয়ে উঠবে। সারা দিনের ভ্রমনের ক্লান্তি শেষে শত বছরে পুরোনো ব্রিটিশ নির্মিত বাংলো ‘কলোনিয়াল টি বাংলো’ ‘তে রাত্রি যাপন করতে পারবেন। অল টাইম চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *