সিকিমের ” বার্বিং ”(অফবিট ডেস্টিনেশান) :- শিলিগুড়ি থেকে 112 কিমি দূরত্বে, প্রায় 5000 ফিট উচ্চতায় , নবতম রূপ ও সৌন্দর্য নিয়ে গঠিত, আয়তনে খুবই ছোট ,সিকিমের এই ‘বার্বিং’ গ্রামটি।এর চারপাশে বিলাসবহুল ফরেস্ট ,প্রকৃতির সৌন্দর্য ও প্রাচুর্য্য এতটাই যে -একে স্বর্গ বলে অনুভূত হবে। সম্প্রতি এই গ্রামটিকে পর্যটনের আওতায় আনার জন্য ডেভোলপড্ অ্যামাজমেন্ট পার্ক ও ট্রয় ট্রেন, সিমুলেটরস্ ,ইন্ডোর সুইমিং পুল, বোলিং এলি, ভিডিও গেম পার্লার, জয়রিদেশ, মিউজিক্যাল ফাউন্টেইনস্ ,প্ল্যানেটেরিয়াম, এবং শিশু পার্ক – গড়ে উঠেছে। গ্রামটির সবচেয়ে বড় আকর্ষণ হলো নবগঠিত অ্যামাজমেন্ট পার্ক ও আরো একটি আকর্ষণ বার্বিং এর ব্যান জ্যাকরি ওয়াটার ফলস্। কাছাকাছি পর্যটন আকর্ষণ হলো গণেশ টক, হিন্দু টেম্পল। এখানে বার্বিং এর অ্যামাজমেন্ট পার্ক পর্যটকদের থাকার আধুনিকতম ব্যবস্থা করে দিয়েছে। বছরের অল টাইম সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *