দার্জিলিং এর ” সামাবিয়ং টি ইস্টেট ” (অফবিট গন্তব্য) :-
           প্রায় 600 ফিট উচ্চতায় এবং বিশালাকার হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং এর একটি উচ্চতম টি গার্ডেন হল সামাবিয়ং টি ইস্টেট। এটি পুরোপুরি একটি অরগ্যানিক গ্রাম। শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 96 কিমি। 1882 সালে ব্রিটিশদের দ্বারা এর প্রতিষ্ঠা হয়েছিল ।তারপর অনেক সময় অতিক্রম হওয়ায় এর কিছু পরিবর্তন হয়েছে। এটি বর্তমানে একটি পর্যটন শিল্পে পরিণত হয়েছে। এখানে পর্যটকদের ভ্রমণের কারন হল – গ্রামের মধ্যে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হবে উদ্ভিদকূল এবং বন্য প্রাণীকূলের সহাবস্থান ,চা বাগানের প্রাচুর্য এবং দিনের সূর্যালোকে চা বাগানের সৌন্দর্য প্রকাশ, পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে জেগে ওঠা এবং ঝিঁ ঝিঁ পোকার সঙ্গীতে ঘুমিয়ে পরা, কাছাকাছি আকর্ষণীয় স্হান লাভা মনেস্ট্রি, গরুবাথান ,নিউরো বা নিউরা ভ্যালী ন্যাশনাল পার্ক এবং ঝান্ডী প্রভৃতি ভ্রমণ, গ্রামের মধ্যে ভ্রমণের আনন্দ প্রভৃতি। এখানে থাকার জন্য হোমস্টে বা রিসোর্ট সহজেই পাওয়া যাবে, যার মধ্যে পাওয়া আধুনিক এবং আরামদায়ক ব্যবস্থা আপনার রাত্রি যাপনের অভিজ্ঞতাকে স্মরনীয় করে রাখবে। মনশুন ছাড়া সবসময় এখানকার চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *