দার্জিলিং এর ” রামদূরা ” (অফবিট গন্তব্য) :-
          শিলিগুড়ি এনজেপি থেকে 86 কিমি দূরত্বে এবং প্রায় 5,000 ফিট উচ্চতায় অবস্থিত, পাইন গাছের ঘন হরিতাশ্ম জঙ্গল দ্বারা পরিব্যাপ্ত উত্তরবঙ্গের এক নবগঠিত গন্তব্য রামদুরা, যা আমাদের উপহার দেবে মাউন্ট কাঞ্চনজঙঘার নিরঙ্কুশ দৃশ্য। স্হানীয় ভাষায় রামদূরার অর্থ ভগবান রামের স্হান বা গ্রাম। রামদুরার ঘন অরন্য অনেকগুলো ভ্রমণপথের সঙ্গে যুক্ত করেছে ।পর্যটকরা 1930 সালের প্রাচীন জলসা বাংলো ভ্রমণ এবং মহামূল্যবান সিঙ্কোনা বৃক্ষরাজি উপভোগ করতে পারবেন। রামদুরার হনুমান টক থেকে বরফাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘার প্যানরোমিক দৃশ্য  নয়নযুগলে বন্দী করা যাবে। কালিম্পং এর কাছাকাছি অবস্থিত রামদূরা  থেকে ভ্রমণ করা যাবে জনপ্রিয় অন্বেষণ পর্যটন পয়েন্ট কালিম্পং, পেডং, আলগ্রার দার্পিন ধারা, ডেলো হিল, পেডং মনেস্ট্রি। আরো ভ্রমণ করা যাবে ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, রেমিতি ধারা, ডামসং ফোর্ট এবং তিনচুলে ভিউ পয়েন্ট প্রভৃতি।রামদুরা একটি অভিযানমূলক ভ্রমণের চক্রকেন্দ্র ।যেখানে থেকে পর্যটকরা কিছু অভিযানমূলক কাজকর্ম যেমন  ভ্রমণ, পাখি দর্শন এবং প্যারাগলাইডিং প্রভৃতি করতে পারবেন। এছাড়া তিস্তা বাজার ভ্রমণ এবং রিভার রেফটিং এর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। অফবিট ডেস্টিনেশান হওয়ার সুবাদে এখানে কোন জাঁকজমকপূর্ণ হোটেল গড়ে ওঠেনি। তবে এখানকার গড়ে ওঠা হোমস্টেতে থেকে ভ্রমণপ্রেমীরা হিমালয়ান আতিথীয়তার সত্যিকারের মানে উপলব্ধি করতে পারবেন। মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর এখানকার সবচেয়ে ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *