দার্জিলিং এর ” ট্যাজুম ” (অফবিট ডেস্টিনেশান) :-
       শিলিগুড়ি এনজেপি থেকে এই গন্তব্যটির দূরত্ব প্রায় 63 কিমি।চামিং এর মতো আভিজাত্যপূর্ণ টি ইস্টেট, সাংমারু এবং গোপালধারা দ্বারা বেষ্টিত, দার্জিলিং এর কাছে পাহাড়ী উপরিতলে অবস্থিত এটি একটি ছোট গ্রাম ।যদিও এই গন্তব্যটির বড়ো আকর্ষণ হলো বিস্তীর্ণ সবুজ স্নিগ্ধ চা বাগানের মধ্য দিয়ে ভ্রমণ, এছাড়া এখানকার একটি শিব মন্দির এবং গ্রাম্য হাট বাজার ও ঘুরে দেখার মতো। পাইন বৃক্ষের অরন্যের দ্বারা ঘেরাও করা স্হানীয় খেলার মাঠ এবং কাছাকাছি চা ফ্যাক্টরিগুলোতে ভ্রমণ এবং দর্শন একটি স্মরনীয় অভিজ্ঞতা। এই গন্তব্যটির 8 কিমির মধ্যে রয়েছে রাবং রিভার ভ্যালী এবং মিরিক লেক রয়েছে নদী উপত্যকার 10 কিমির মধ্যে। এছাড়া এখানে থেকে জোড়পোখরী, লেপচাজগত, দার্জিলিং এবং ঘুম – এই সকল কাছাকাছি ডেস্টিনেশান ও ভ্রমণ করা যাবে। বিভিন্ন প্রজাতির বহুসংখ্যক পাখিদের বিচরনক্ষেত্রও এই  গন্তব্যটি, যা পাখি প্রহরীদের কাছে চরম পাওয়া। পাইন বৃক্ষের অরন্যের মধ্য দিয়ে ভ্রমণকালে বহুসংখ্যক বন্য প্রাণীদের যেমন হরিণ, পর্কুপাইন, ময়ূর, চাইনিজ প্যাঙ্গোলিন প্রভৃতির দেখা মিলবে। এখানে আসার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল এনজেপি এবং এয়ারপোর্ট হল বাগডোগরা। এখানে আরামদায়ক রাত্রি যাপনের জন্য হোমস্টে রয়েছে, যাতে মৌলিক সবরকম সুবিধা রয়েছে ।যেমন – আরামদায়ক বেড, প্রশস্ত রুম, রানিং ওয়াটার, 24 ঘন্টা ইলেকট্রিক, সংযুক্ত পশ্চিমীয় বাথরুম এবং সুস্বাদু ভোজনের ব্যবস্থা প্রভৃতি। বছরের সবসময় এখানকার সিজেনটাইম।এই গন্তব্যটি শীতকালে মনোরম আবহাওয়া ,বর্ষাকালে সবুজ প্রকৃতির স্নাতমুগ্ধকর সাজসজ্জা আর গরমকালে সমভূমির তাপদগ্ধতা থেকে মুক্তি ও স্বস্তি উপহার দেবে।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *