ডুয়ার্সের ” রোনগো ” (অফবিট গন্তব্য) :-
         ইন্দো ভূটান বর্ডারের পাশে অবস্থিত ,ডুয়ার্সের পশ্চিমে রোনগো একটি ছবির মতই স্বচ্ছ গ্রাম, যার উচ্চতা 450 ফিট। রোনগোর চারপাশের সবুজাভ বিলাসবহুল অরন্যাঞ্চল, অগণিত সিঙ্কোনা বৃক্ষরাজি ,চারপাশের পর্বতের সুন্দর দৃশ্য, জলঢাকা নদী উপত্যকা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যের বাতাবরন- দৈনন্দিন কাজের ধকল বা চাপ থেকে আমাদেরকে  স্বস্তি দিয়ে মনকে প্রানবন্ত করে তুলবে। এখানকার আকর্ষণ – বিচিত্র রং এবং সুগন্ধি হিমালয়ান ফুলের সঙ্গে সবুজ বৃক্ষের মিতালি, অসংখ্য হিমালয়ান পাখিদের কলোকাকলি মুখরিত বিচরন, প্রস্ফুটিত ফুলের বাগান দিয়ে সুসজ্জিত রোনগোর বাসস্থান, স্হানীয় গ্রামবাসীদের জীবনযাত্রা ,কর্মকাণ্ড এবং গ্রাম্য শিশুদের প্রিয় খেলাধুলো, জলঢাকা উপত্যকা ফরেস্ট এবং  পাশাপাশি থাকা  পর্বতমালার সবুজ আকর্ষণীয় দৃশ্য, রোনগো মনেস্ট্রি, গাছপালায় ঘেরা ঝলমলে জলপ্রপাত, কাছাকাছি ঝালং, বিন্দু, জলঢাকা হাইডেল প্রোজেক্ট প্রভৃতি ভ্রমণ এবং দর্শন করা যাবে। বাগডোগরা এয়ারপোর্ট এবং এনজেপি রেলস্টেশন থেকে  যথাক্রমে 94- 97 কিমি দূরত্ব এই গন্তব্যটির। অফবিট ডেস্টিনেশান রোনগো পর্যটকদের উপহার দেবে নিজস্ব গৃহের মতোই অনুভূতিপ্রবণ হোমস্টে, যার মধ্যে সবরকম আধুনিক ও আরামদায়ক সুবিধা রয়েছে। মনশুন ব্যতীত অল টাইম এখানকার চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *