দার্জিলিং এর ” শেলপু হিল ” (অফবিট গন্তব্য) :-
           শেলপু হিল কুরসিয়ং মহকুমার নিম্ন দার্জিলিং পাহাড়ে অবস্থিত। এটি উত্তরবঙ্গের পাহাড়ের একটি গোপন অদেখা গন্তব্য, যা পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ করে তুলবে। এই নির্জন জায়গাটির অন্ধকার গভীর অরন্য এবং চিনচোনা গাছগুলো গন্তব্যটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখানকার মৃদুমন্দ বাতাস সবসময় অপ্রতিরোধ্য ফুলের মিষ্টি সুবাসে মেতে থাকে।প্রায় 3,400 ফিট উচ্চতায় অবস্থিত শেলপু হিল, শিলিগুড়ি এনজেপি থেকে প্রায় 45  কিমি দূরত্বে, কালিম্পং থেকে প্রায় 27 কিমি দূরত্বে, দার্জিলিং থেকে প্রায় 29 কিমি দূরত্বে, কার্শিয়াং থেকে প্রায় 20 কিমি দূরত্বে অবস্থিত। এই গন্তব্যটি আপনাকে সৃষ্টির আদিম সময়ে নিয়ে যাবে ।এখানে থেকে কাছাকাছি নামিং লেক ভ্রমণ করা যাবে ,যা পাইন বৃক্ষের সৌন্দর্যে পরিপূর্ণ এবং সালামান্ডারের বাসস্থানের জন্য বিখ্যাত ।এছাড়া পাহাড়ের শীর্ষে অবস্থিত অহলদারা ভ্রমণ করা  যাবে , যা বিরল প্রজাতির রুফাস- নেক হর্নবিলের সংরক্ষণের জন্য বিখ্যাত ।এছাড়া কাছাকাছি পর্যটন গন্তব্যগুলোতে যেমন – শিটং, রামদুরা,লাটপাম্চার,আরো অনেক গন্তব্য ভ্রমণ করা যাবে। এখানে থাকার জন্য সবরকম সুবিধাপ্রাপ্ত হোমস্টে অনায়াসে মিলবে। অল টাইম এখানকার চা্রমিং সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *