কালিম্পং এর ” চিবো ”(অফবিট ডেস্টিনেশান) :- প্রায় 1250mt উচ্চতায়, পাইন গাছের বনাঞ্চল দ্বারা সুসজ্জিত, পূর্বহিমালয়ের কোলে অবস্থিত কালিম্পং অঞ্চলের একটি নবগঠিত গ্রাম চিবো। কালিম্পং থেকে এর দূরত্ব 4 কিমি এবং শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব 65 কিমি। মাউন্ট কাঞ্চনজঙঘার অবিস্মরনীয় সৌন্দর্য্য ও তার চারপাশ ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য ইতিমধ্যেই এই ডেস্টিনেশানটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তা হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুরক্ষিত স্বর্গ। এই গ্রামের ঘন শ্যামল বনাঞ্চল জুড়ে রয়েছে ফ্লোরা এবং ফনার আবর্তিত জীবনচক্র। এখানে ঘুরতে এসে আমরা অনেক কিছুর আনন্দ উপভোগ করতে পারি যেমন -ডেলো হিল, কালিম্পং ক্যাকটাস নার্সারী, পেডং মনেস্টি, বিচিত্র রকম পাখি দর্শন। পর্বত উপত্যকা এবং পাইন বৃক্ষের মধ্য দিয়ে তিস্তা নদীর মনোরম দৃশ্য দেখা যায়। বরফাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘার উপর সূযোদয় এবং সূর্যাস্ত দর্শন দুটোই অবিস্ময়কর। এখানকার পর্বত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত মৃদুমন্দ বাতাস আপনার তনমন উৎফুল্ল ও চনমনে করে তুলবে। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। অল টাইম সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *