কালিম্পং এর ” নকধারা বা নকদারা ”(অদ্ভুত গন্তব্য) :-
শিলিগুড়ি থেকে 112 কিমি দূরত্বে, লাভা, লোলেগাঁও এবং কাফের এর মাঝখানে অবস্থিত, পর্যটকদের ভিড় থেকে স্বতন্ত্র, নব আবিষ্কৃত গ্রাম নকধারা। এখানকার আকর্ষণ হলো -পর্যটকদের জনপ্রিয় নকধারা ঝিল বা লেক – যেখানে বোটিং করা হয়, বরফাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘার অবিস্মরনীয় সৌন্দর্য্য, সর্বত্র আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানা রংবেরংয়ের ফুল দ্বারা সুশোভিত গ্রাম, নকধারা গ্রাম এবং হিলের চারপাশে ছড়িয়ে থাকা সবুজের বনানী, পর্বতশৃঙ্গের উপর নবোদিত রক্তিম সূর্য এবং মিষ্টি সুরেলা হিমালয়ান পাখিদের কাকলিতে ভরা অপরাহ্নে সূর্যাস্তের শ্রান্তি, স্হানীয় অধিবাসীদের সংস্কৃতি এবং জীবনযাত্রা, সান্ধ্যবেলায় ঝিঁ ঝিঁ পোকার গান এবং কাছাকাছি কিছু পর্যটন স্হানে প্রমোদভ্রমণ যেমন -ঋষিখোলা, সিলারিগাঁও, মিলান টপ, পাবং প্রভৃতি। নকধারা আমাদের উপহার দেবে রাত্রি যাপনের আধুনিক সুবিধাপ্রাপ্ত লজ্ বা হোমস্টে।অল টাইম চা্রমিং সিজেনটাইম।
